অন্যান্য

তারকা বডিবিল্ডার হোসে জিম করার সময় মারা গেলেন

তারকা বডিবিল্ডার হোসে মাতিউস কোরেয়া সিলভার ছবি: সংগৃহীত

ব্রাজিলের ফিটনেস কমিউনিটিতে বেশ জনপ্রিয় তারকা বডিবিল্ডার হোসে মাতিউস কোরেয়া সিলভার জিম করার সময় মারা গেলেন। গত ২২ নভেম্বর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। মৃত্যুর সময় স্ত্রী, মা-বাবা এবং ভাই-বোন রেখে গেছেন তিনি।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, ফিটনেস কমিউনিটিতে বেশ পরিচিত ছিলেন এ বডিবিল্ডার। বিভিন্ন বডিবিল্ডিং প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিতেন তিনি। এর মধ্যে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ অর্জন করেছেন হোসে।

প্রতিবেদনে আরও জানায়, বডিবিল্ডার হোসে জিম করার সময় হঠাৎ করেই ঢলে পড়ে যান। এ সময় বড় ধরনের হার্ট অ্যাটাক হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে তাৎক্ষণিক তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। পরে একজন ফায়ার ফাইটার তাকে নিকটস্থ ফায়ার স্টেশনে নেন। কিন্তু সেখানে সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

হোসের মৃত্যুর পর তার ভাই দিয়াগো গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বলেন, তার জীবন বাঁচানোর জন্য যারা চেষ্টা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমি। আর হোসের আগে থেকে কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যা ছিল না। তারা সবাই খুব পেশাদার এবং স্বাস্থ্য সচেতন ছিল।

প্রসঙ্গত, হোসে কেবল একজন বডিবিল্ডারই ছিলেন না। তিনি একজন আইনজীবী, ব্যবসায়ী ও পুষ্টিবিদও ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে বন্ধু-আত্মীয়স্বজন ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়েছেন।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন