ইসরাইলের মতো আমাদের ওপরেও শেখ হাসিনা গুলি চালিয়েছিলো : সমন্বয়ক বাকের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেছেন, ইসরাইল তার সমস্ত শক্তি দিয়ে ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের হত্যা করে যাচ্ছে। ফিলিস্তিনে যেভাবে গুলি চালানো হয় ঠিক একইভাবে আমাদের ওপরেও হাসিনা গুলি চালিয়েছিল।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক প্যালেস্টাইন দিবস উপলক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘মার্চ ফর প্যালেস্টাইন’কর্মসূচি শেষে রাজু ভাস্কর্যে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, ফুলার রোড, শহীদ মিনার হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
কর্মসূচিতে“আরাকান থেকে ফিলিস্তিন, মুক্তি পাক মুক্তি পাক”, “আমরা কী চাই, তোমরা কী চাও, আজাদি আজাদি”, “হিন্দুত্ববাদ, মুজিববাদ, নিপাত যাক নিপাত যাক”, “টু জিরো নো মোর, জায়নিজম নো মোর,”, “ফ্রম রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি”, “ফ্রি ফ্রি ফ্রি প্যালেস্টাইন”-সহ নানা স্লোগান দেন।
আবু বাকের মজুমদার বলেন, “আমরা যখন জুলাইয়ে আন্দোলন শুরু করেছিলাম, তখন প্যালেস্টাইনের মানুষের আকুতি আমাদের স্পিরিট হিসেবে কাজ করেছে। আজকের এই দিনে আমরা প্যালেস্টাইনের মুক্তি চাই”।
এসময় আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত, হামজা মাহবুব, রেজোয়ান আহমেদ রিফাত প্রমুখ।
আই/এ