২০ জানুয়ারি শপথ নিবেন ট্রাম্প
শপথ নেয়ার আগেই বন্দি বিনিময় ও গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প
আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প । এই শপথ নেয়ার আগেই গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি দেখতে চান ট্রাম্প, এমনটি জানিয়েছেন জেষ্ঠ্য সিনেটর ও রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সিওস শুক্রবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
লিন্ডসে গ্রাহাম সংবাদমাধ্যম এক্সিওসকে বলেন, আটক ইসরাইলি বন্দিদের মুক্তি ও গাজায় যুদ্ধ বিরতির বিষয়ে ট্রাম্প আগের চেয়ে এখন বেশি দৃঢ় প্রতিজ্ঞ। আমি ইসরাইল ও এই অঞ্চলের মানুষদের জানাতে চাই, ট্রাম্প বন্দি ইস্যুটির ওপর এখন বেশি মনোযোগী। তিনি হত্যা বন্ধ ও যুদ্ধের অবসান চান।
প্রতিবেদনে আরও বলা হচ্ছে, সিনেটর গ্রাহাম এমন সময় গাজায় যুদ্ধ বিরতির কথা বললো, যখন তিনি মধ্যপ্রাচ্য থেকে এই মাসে দ্বিতীয়বারের মত তাঁর সফর শেষ করে ফিরেছেন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, আমেরিকার মধ্যস্থতায় লেবাননে ইসরাইল ও হিজবুল্লহার মধ্যে একটি যুদ্ধ বিরতি চুক্তি ঘোষণা করেছেন।
উল্লেখ্য, গেলো বছরের অক্টোবর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে আসছে ইসরাইলি সামরিক বাহিনী। উপত্যকাটিতে কয়েক হাজার প্রাণহানি ও বিভিন্ন পক্ষের দেনদরবার সত্ত্বেও যুদ্ধবিরতি আলোর মুখ দেখেনি।
এনএস/