খেলাধুলা

লঙ্কা বধ করে চ্যাম্পিয়নশিপে বড় লাফ প্রোটিয়াদের

ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকা ঘরের মাটিতে সাদা পোশাকের খেলায় কতটা বিদ্ধংসী হয়ে ওঠে, তার প্রমাণ আবারও পাওয়া গেলো। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২৩৩ রানের বড় জয় পেয়েছে প্রোটিয়ারা। এই জয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়াকে সরিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে দলটি। অন্যদিকে শ্রীলঙ্কার পরাজয় তাদের ৩ থেকে ৫ নম্বরে অবনমন করেছে। 

স্বাগতিকদের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল মার্কো জানসেন। তিনি দুই ইনিংস মিলে ১১ টি উইকেট শিকার করেছেন। নিজেদের দ্বিতীয় ইনিংসে টেম্বা বাভুমা ও ট্রিস্টান স্টাবস দুজনেই পেয়েছেন শতকের দেখা। ফলে শ্রীলঙ্কার সামনে পাহাড়সম ৫১৬ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। তবে লঙ্কানরা ২৮২ রান করতেই সব উইকেট হারিয়ে বসে।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে যায়। যেখানে বাভুমার ৭০ রান ছিল ইনিংস সর্বোচ্চ। লঙ্কানরা তাদের প্রথম ইনিংসে মাত্র ৪২ রানেই গুটিয়ে যায়। মূলত এখানেই পিছিয়ে পড়ে দলটি। জানসেন একাই ধসিয়ে দিয়েছেন ৭ উইকেট সংগ্রহ করে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্টাবসের ১২২ (২২১) রান, বাভুমা ১১৩ (২২৮) রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ৩৬৬ রান করে ডিক্লেয়ার দেয় দক্ষিণ আফ্রিকা।

৫১৬ রানের চাপ মাথায় নিয়ে লঙ্কানদের পক্ষে দীনেশ চান্ডিমাল সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন। ধনঞ্জয়া ডি সিলভা ৫৯, কুশল মেন্ডিস ৪৮ রান করেন। তবে চতুর্থ দিনেই শেষ হওয়া ম্যাচটিতে প্রোটিয়া বোলারদের সামনে টিকতে পারেনি সফরকারীরা।

এই ইনিংসে জানসেন সর্বোচ্চ ৪ টি উইকেট নিয়েছেন। কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটিওজি ও কেশভ মহারাজ প্রত্যেকে ২ টি করে উইকেট নিয়েছেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন