জাতীয়

মিথ্যা-আজগুবি তথ্য দিয়ে ব্যক্তিগত চরিত্র হনন করা হচ্ছে : আইন উপদেষ্টা

আপনারা কাজের সমালোচনা করবেন, সেটা ঠিক আছে। বলতে পারেন, কিছুই করতে পারছি না। কিন্তু যখন সম্পূর্ণ মিথ্যা-আজগুবি-ভিত্তিহীন তথ্য দিয়ে ব্যক্তিগত চরিত্র হনন করা হয়, তখন মনে হয় সমালোচনাটা অসৎ উদ্দেশ্যে করা। আজগুবির একটা সীমা থাকা দরকার বলে মন্তব্য করেছেন, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) আয়োজিত স্মৃতির মিনার, গণঅভ্যুত্থান ২০২৪শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি তাকে নিয়ে প্রচারকৃত ভিডিও প্রসঙ্গে উপদেষ্টা বলেন, একটি ভিডিওতে নাকি বলা হয়েছে, ৩-৪ আগস্ট আমি ক্যান্টনমেন্টে (সেনানিবাসে) ছিলাম এবং সেনা কর্মকর্তাদের সঙ্গে ভারতের দালালদের নিয়ে মিটিং করেছি। অবাক হই যে, কল্পনারও তো একটা সীমা থাকা উচিত

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ৩ আগস্ট রাতে মাহবুব মোর্শেদসহ (বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক) অন্যদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে রাত ৯টা পর্যন্ত সেখানেই ছিলেনতারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের ১৯ নম্বর ভবনে ট্রিপল-ই বিভাগের শিক্ষক অধ্যাপক মোস্তফা মামুনের বাসায় থেকেছেন৪ তারিখ রাতে অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে একটা মিটিংয়ে ছিলেন, ওই রাতেও মোস্তফা মামুনের বাসায় ছিলেন বলেও জানান তিনি

তিনি বলেন, এই সরকারকে শক্তিহীন করতে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে, পরাজিত শক্তির হাতে অস্ত্র তুলে দিতে প্রতিবেশী দেশের একটা চিত্রনাট্য আছে- শেখ হাসিনা চলে গেলে আর কেউ এই দেশ চালাতে পারবে না অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে, তার কোনো বিকল্প নেই। এ রকম ভারতীয় চিত্রনাট্য রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ।

রাজনৈতিক সরকার যখন দেশ চালায়, তার পেছনে একটা বিরাট শক্তি থাকে উল্লেখ করে তিনি আরও বলেন, একটা রাজনৈতিক দলের লোকজন থাকে। কিন্তু তারা কয়েকজন দায়িত্ব নিলেন, অনেকে কেউ কাউকে তেমন চেনেন নাবিপ্লব পরবর্তী সময়ে মানুষের অনেক প্রত্যাশা, রাগ, ক্ষোভ, হিংসা, অবিশ্বাস ও স্বপ্ন থাকে। স্বাভাবিক সময়ের চেয়ে যেটি অনেকগুণ বেশি। এগুলো ম্যানেজ করা সহজ না, সহজ হলে আরব দেশগুলোতে বিপ্লবের পরে এরকম হতো না। মিশর ও তিউনিসিয়ায় বিপ্লব ব্যর্থ হয়েছে, সেখানে কী অবস্থা দাঁড়িয়েছে সেটা সবাই দেখেছেনএবার ব্যর্থ হলে বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে বলেও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, অ্যাক্টিভিস্ট রাখল রাহা, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খাঁন প্রমুখ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন