জাতীয়

যদি বিভাগ হয়, কুমিল্লা নামেই হবে : আসিফ মাহমুদ

পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে কুমিল্লাকে নানাভাবে পিছিয়ে রাখা হতো এই অঞ্চলের দাবি, কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার। এ বিষয়ে আলোচনা করবো এবং দ্রুত তা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেবো। আমিও বলবো, যদি বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

শনিবার (৩০ নভেম্বর) বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি

উপদেষ্টা বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়,দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে, ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। ফলে তারা যেভাবে বক্তব্য দিচ্ছে, তা স্বাধীন দেশের মানুষের জন্য অত্যন্ত কলঙ্কজনক।তারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এ দেশে ক্ষমতায় আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার চেয়ে বেশি তো আশীর্বাদ ছিল না। সেই শেখ হাসিনার কী পরিণতি বাংলাদেশের জনগণ করেছে, তা আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন।

তিনি বলেন, যদি শেখ হাসিনার মতো পরিণতি না চান, তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে বলেও সবাইকে সতর্ক করেন তিনি।

তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সকলেই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য যার যার জায়গা থেকে প্রস্তুত থাকুন। আমরা যদি নিজেরা নিজেদের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলে স্বপ্ন একদিন বাস্তবায়ন হবেই।

প্রসঙ্গত, সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল হোসেন,উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মাহমুদ প্রমুখ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন