আন্তর্জাতিক

ব্রিকসকে হুমকি

ডলারের বিকল্প আনলেই ১০০ শতাংশ শুল্ক আরোপ: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প। আর শপথ নেয়ার আগেই হুমকি দিয়ে বসলেন ব্রিকস সদস্যভুক্ত দেশগুলোকে। এ জোটের দেশগুলো যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে বাদ দিয়ে নতুন কোন মুদ্রা চালু করে তাহলে তাদের ওপর যুক্তরাষ্ট্র ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে, এমনটি জানিয়েছেন ট্রাম্প। 

রবিবার (১ ডিসেম্বর) এ বিষয়ে ট্রাম্প তাঁর নিজের ফেসবুক একাউন্টে লিখেছেন, ‘আমরা দেখছি ব্রিকস সদস্যভুক্ত দেশগুলো ডলারকে হটানোর চেষ্টা করছে। তবে এই দেখার ব্যাপারটি শেষ। আমরা এসব দেশগুলোর কাছ থেকে একটি প্রতিশ্রুতি চাই যে তারা নতুন একটি ব্রিকস মুদ্রা তৈরি করবে না বা তারা এমন আর কোনো মুদ্রাকে সমর্থন দেবে না, যা শক্তিমান মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করবে। এই প্রতিশ্রুতি না দেওয়া হলে ‘তাদের ১০০ শতাংশ শুল্কের মোকাবিলা করতে হবে।' 

ট্রাম্পে আরও লিখেছেন, 'এসব দেশ গুলোকে চমৎকার যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তাদের পণ্য বিক্রিকে বিদায় বলার প্রত্যাশা করতে হবে। শুষে খাওয়ার মত অন্য কোন দেশকে তারা খুঁজে নিতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যে ব্রিকস ইউএস ডলারকে প্রতিস্থাপিত করবে এমন কোন সুযোগ নেই। এবং কোন দেশ যদি তা করার চেষ্টা করে তাহলে আমেরিকাকে তাদের বিদায় বলতে হবে।' 

ব্রিকসের মূল সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও চীন। তবে ২০২৩ সালে ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও ইথিওপিয়া ব্রিকসে নতুন সদস্য হিসেবে যোগ দেয়।

অনেকদিন ধরে এসব দেশ বিশ্ব বাণিজ্যে শক্তিশালী মার্কিন মুদ্রা ডলারের আধিপত্য খর্ব করার চেষ্টা করছে। এর মধ্যে চীন তাদের মুদ্রা ইউয়ানকে ও ভারত তাদের মুদ্রা রুপিকে আন্তর্জাতিক বাণিজ্যে অন্যতম প্রধান মুদ্রা হিসেবে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

 

এনএস/ 

 

 

  

এ সম্পর্কিত আরও পড়ুন