ক্রিকেট

বিপিএল মাসকট যা বুঝায়

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের মাসকট উম্মোচন করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ডানা ৩৬।  মাসক্টটির গড়ন, ব্যবহৃত রং ও অঙ্গভঙ্গি উপস্থাপন করে স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে।

এখানে ডানাশব্দটি "পাখা" অর্থে ব্যবহৃত হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তির প্রতীক। ডানা ৩৬মাসকটটি - ডানা বা পাখা প্রসারিত করা একটি "সাদা পায়রা," যা শান্তির প্রতীক।  প্রতিপাশে ১৮টি করে মোট ৩৬টি রঙিন পালক উপস্থাপন করে, ৩৬ শে জুলাই ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে।  যা প্রতিটি স্বপ্নবাজ, উদ্যমী, অপ্রতিরোধ্য তরুণকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়।

ডানার স্বপ্নময় চোখ ও উজ্জ্বল হাসিতে ছড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ এবং ক্রিকেট মাঠের অফুরন্ত সম্ভাবনা।

রোববর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মাসকটি উন্মোচন করা হয়।  যেটি ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, এবং বিসিবির অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে পুরুষ ও নারী জাতীয় দলের ক্রিকেটারসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন