সিরিয়ায় বিদ্রোহীদের লক্ষ্য করে রাশিয়ার ব্যাপক বিমান হামলা
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশিরভাগ এলাকা দখল নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো। আর তাদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া।
রাশিয়ার এই বিমান হামলার অন্তত ৩০০ বিদ্রোহী মারা গেছে, এমনটি বলছে রাশিয়ান সংবাদ মাধ্যম তাস নিউজ।
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম গেলো বুধবার আকস্মিক হামলা চালিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশিরভাগ এলাকা দখল করে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে রাশিয়া ও ইরানের সহায়তায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ ২০১৬ সালে শহরটি দখল করে নেয়।
যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, হায়াত তাহরির আল-শামের বিদ্রোহীরা সিরিয়ার দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সময় রোববার ভোরে রাশিয়ার সিরিজ হামলার মুখোমুখি হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
এনএস/