ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, গিনিতে নিহত প্রায় ১০০
পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সমর্থকদের মধ্যে হওয়া এই ঘটনায় প্রায় ১০০ জন মানুষ নিহতের খবর পাওয়া গেছে।
সোমবার (২ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরকোরে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে রেফারির সিদ্ধান্তের ওপর অসন্তুষ্ট হয়ে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা যায়।
এএফপি’কে হাসপাতালের একজন ডাক্তার জানান, ‘হাসপাতালে যতদূর চোখ যায় সারিবদ্ধভাবে মৃতদেহ! অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছে। মর্গ পুরোপুরি পূর্ণ।‘
স্থানীয় গণমাধ্যম বলছে, সমর্থকরা ক্ষিপ্ত হয়ে মাঠে ঢিল ছোড়া শুরু করলে, পুলিশ তাদের দিকে কাঁদানে গ্যাস ছুড়েছে।
এর আগে ২০০৯ সালে গিনিতে আরেকটি ঘটনা ঘটে। যা তাদের ইতিহাসের একটি কালো অধ্যায়। দেশটির রাজধানী কোনাক্রির একটি স্টেডিয়ামে রাজনৈতিক কারণে বিরোধী দলের সমাবেশে সৈন্যরা গুলি চালায়, এতে ১৫৬ জন মানুষ মারা যায়।
এছাড়াও অনেকেই আহত হয়েছিল, নারীরা ধর্ষিত হয়েছিল।
এম এইচ//