জাতীয়

পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম অনেক মিথ্যা তথ্য প্রচার করে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২ ডিসেম্বর) রংপুর সফরকালে সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়ার সময় এই মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে (বাংলাদেশে) কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে। বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে।‘

পার্শ্ববর্তী দেশের মিডিয়া বলতে উপদেষ্টা জাহাঙ্গীর আলম ভারতীয় মিডিয়াকে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনের আওতায় আনবো। মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি পেতে না হয় তা নিশ্চিত করতে আমরা একটি কমিটিও তৈরি করছি।’

এর আগে, পীরগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদের বাড়িতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

পীরগঞ্জের বাবনপুর গ্রামের ১৫ হাজার পরিবারকে শীতবস্ত্র বিতরণ ও আবু সাঈদ ফাউন্ডেশনে ১০ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন