খেলাধুলা

স্বর্ণজয়ী শুটার সাদিয়ার নিভৃত বিদায়

ছবি: ফাইল

বাংলাদেশের শুটিং জগতের পরিচিত এক নাম সৈয়দা সাদিয়া সুলতানা। সাবেক এই শুটার আজ মারা গেছেন।

সোমবার (২ ডিসেম্বর) চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সাদিয়া সুলতানার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ফেডারেশনের দায়িত্বশীল কর্মকর্তা।

জানা যায়, চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় মারা যান এই সাবেক শুটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

এসএ গেমসে ২০১০ সালে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। কমনওয়েলথ শুটিংয়েও তার পদক ছিল। তিনি ২০১৩ সালে বাংলাদেশ গেমস খেলে শুটিং থেকে নিজেকে সরিয়ে নেন।

সাদিয়া সুলতানা ব্যক্তিগত জীবনে অবসাদগত কিছু বিষয় জানা যায়। সবকিছু থেকে গুটিয়ে অনেকটা আলাদা জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন এই সাবেক শুটার।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন