তৃতীয় দিনের শেষে বাংলাদেশের পক্ষে টেস্টের ব্যাটন
জ্যামাইকার স্যাবিনা পার্কে বাংলাদেশ এখন অনেকটাই এগিয়ে। নাহিদ রানার ৫ উইকেট নেয়ার দিনে, ব্যাট হাতে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানে অবস্থান করছে। ফলে সফরকারীদের লিড এখন ২১১ রান।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮ রানের লিড দিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ।
মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলামরা গতি বাড়িয়ে ব্যাট করেছেন। সাদমানের ৪৬ (৮২) রানের ইনিংসে ছিল ৭ টি চারের মার। অন্যদিকে মিরাজের ৪২ (৩৯) রানের ইনিংসেও ছিল ৭ টি চারের মার। শাহাদাত হোসেন দীপুর ব্যাটেও আসে ২৮ (২৬) রান, লিটন দাস করেন ২৫ (৩৪) রান।
দিনশেষে অপরাজিত ছিলেন জাকের আলী ২৯ (৪৯) রানে ও তাইজুল ইসলাম ৯ (২২) রানে।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৬৪ রানে। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের সামনে এখন লক্ষ্য একটাই, যতটা সম্ভব লিড বৃদ্ধি করা যায়।
এম এইচ//