খেলাধুলা

শক্তিশালী স্কোয়াড নিয়ে ওয়ানডে সিরিজ খেলবে উইন্ডিজরা

ছবি: সংগৃহীত

টেস্ট সিরিজের শেষে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওডিআই সিরিজ খেলবে বাংলাদেশ। এরমধ্যে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ তাদের দল ঘোষণা করেছে। উইন্ডিজরা এই সিরিজ সামনে রেখে বেশ শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে।

সবশেষ সিরিজের দল থেকে ২ টি পরিবর্তন দেখা যাচ্ছে। হায়ডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর জায়গায় আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভসকে নেয়া হয়েছে সাদা বলের দলে।

প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন আমির জাঙ্গু। এই উইকেটরক্ষক ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ ছন্দে। এখন পর্যন্ত ৪৯ টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ ৫ ইনিংসের মধ্যে ৩ টিতেই অর্ধশতক হাঁকিয়েছেন। এছাড়াও একটি সেঞ্চুরি পেয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দেবেন শাই হোপ, সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রেন্ডন কিং।

আগামী ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন