বাংলাদেশ

এক মাস পেছালো চিন্ময় দাসের জামিন শুনানি

ছবি: ফাইল

আলোচিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি এক মাস পেছানো হয়েছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের এই মুখপাত্রের জামিন শুনানির তারিখ ছিল আজ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে  চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানি হওয়ার কথা ছিল।

কিন্তু চিন্ময় দাসের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষ থেকেও মামলার শুনানির জন্য সময় আবেদন করা হয়।

ফলে এক মাস পিছিয়ে এই মামলার শুনানি আগামী জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

চিন্ময় দাসের জামিন শুনানির তারিখ থাকায় চট্টগ্রামের আদালত এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আদালত এলাকার বিভিন্ন অংশে অবস্থান নেন।

তবে চিন্ময় দাসকে আদালতে এদিন হাজির করা হয়নি।

এর আগে গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন