প্রবাস

‘জাতীয় দিবস’ উপলক্ষে বর্ণিল আলোয় সেজেছে সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ছিল গেলো ২ ডিসেম্বর। এবার এই দিনটিকে আরব আমিরাতে ‘ঈদ আল ইত্তেহাদ’ হিসেবে উদযাপন করা হয়েছে।

১৯৭১ সালের এই দিনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বৃটিশ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি।  সাতটি ছোট ছোট প্রদেশ মিলে সংযুক্ত আরব আমিরাত তথা আমিরাত গঠিত হয়। তাই ২রা ডিসেম্বর দিনটিকে আমিরাতের জাতীয় দিবস  হিসেবে পালন করা হয়।

জাতীয় দিবসকে সামনে রেখে আরব আমিরাতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করা হয়েছে ২ দিনের জাতীয় ছুটি ( ২ ও ৩ ডিসেম্বর)। আমিরাতের জাতীয় পতাকার চারটি রঙে (লাল, সবুজ, সাদা, কালো) সেজেছে আমিরাতের রাস্তাঘাট, বিল্ডিং, টাওয়ার, মার্কেট, হাইফার মার্কেট,মলগুলো।

ঈদ আল ইত্তেহাদ উপলক্ষে রাজধানী আবুধাবিসহ আমিরাতের সর্বত্রই আলোকসজ্জা করা হয়েছে। এ আলোকসজ্জা প্রতি বছরের ন্যায় ১ নভেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে। বিভিন্ন মার্কেট, হাইপার মার্কেট ও মলগুলোতে দেয়া হয়েছে বিশেষ ছাড়।

আমিরাতের টেলিকম কোম্পানি ডু ও ইতিসালাত ‘ন্যাশনাল ডে’ উপলক্ষে লোক্যাল ও পোস্ট পেইড কাস্টমারের জন্য ৫৩ জিবি ফ্রী ইন্টারনেট সুবিধা দিচ্ছে। আমিরাতে অবস্থানরত ইতিসালাত প্রিপেইড লাইনের কাস্টমাররা রিচার্জে ৫৩% ডিসকাউন্ট সুবিধা পাচ্ছে ।

আমিরাতের আবুধাবি, দুবাই, শারজাহর গাড়ী পার্কিংগুলো ফ্রি করা হয়েছে। দেশটির জাতীয় দিবস ঈদ আল ইত্তেহাদ উপলক্ষে দেশ জুড়ে ৫৫০০ জনকে জেল থেকে মুক্তি দেয়া হয়েছে। এই বন্দি মুক্তি কর্মসূচির আওতায় বাংলাদেশের ৭৫ জন বন্দিও মুক্তি পেয়েছেন।

জাতীয় দিবস উপলক্ষে আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বনভোজন, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন অনুষ্ঠান ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন