রমজান শুরুর তারিখ জানাল সংযুক্ত আরব আমিরাত

মুসলিম উম্মাহর পবিত্র মাস হিসেবে পরিচিত রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে আসছে ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে বলে দেশটির গবেষকরা জানয়েছেন। আর আসছে ১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলা হয়েছে তাদের জ্যোতির্বিদ্যা হিসাব-নিকাশ অনুযায়ী ৩১ জানুয়ারি শাবানের প্রথম দিন হবে।
শাবান মাস শুরু হওয়ার ব্যাপারে বলেছে, ২৯ জানুয়ারি হিজরি সনের রজব মাসের ২৯তম দিন হবে। তবে ওইদিন সূর্যাস্তের সময় বা আগে চাঁদ অস্ত যাবে। ফলে ওইদিন ইসলামিক বিশ্বে শাবানের চাঁদ দেখা অসম্ভব হবে। এতে, এসব দেশে রজব মাসটি ৩০দিন পূর্ণ করবে এবং ৩১ জানুয়ারি হবে শাবানের প্রথম দিন।
সংস্থাটির মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া তথ্য অনুযায়ি, আসছে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সব মুসলিশ দেশ, দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাঁদ দেখা যাবে। ফলে যেসব দেশে বৃহস্পতিবার ২৯ রজব হবে সেসব দেশেও ৩১ জানুয়ারি শাবান শুরু হবে। এসব দেশেমর তালিকায় আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন ও আলবেনিয়াও রয়েছে।
এমআর//