শিক্ষা

সাত কলেজ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

সাত কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে উপস্থিত রয়েছেন- শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস. এম. এ. ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়া, আন্দোলনের প্রেক্ষিতে সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতেই প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেছেন।

এর আগে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী মঈনুল ইসলাম জানান, সরকার তাদের ছয় দফা দাবির বিষয়ে ইতিবাচক। যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সম্ভব, সেগুলো পূরণ করা হয়েছে। এ প্রেক্ষিতে সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসসহ অন্যান্য বাস না চলতে দেয়া এবং নিউমার্কেট থানা ঘেরাওয়ের যে কর্মসূচি তারা প্রত্যাহার করে নিচ্ছেন

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন