আর্কাইভ থেকে বাংলাদেশ

‘ডু অর ডাই’ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডে বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে টাইগারদের ফাইনাল খেলার সম্ভাবনা কিছুটা হলেও থাকবে। আর যদি হেরে যায় তাহলে সিরিজ থেকে ছিটকে পড়বে বাংলাদেশ।

বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টায় ক্রাইস্টচার্চে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। দলে অন্তর্ভুক্ত হয়েছেন সৌম্যে সরকার, সাইফউদ্দিন ও ইবাদত হোসেন। দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

অন্যদিকে সিরিজে এ পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে নিউজিল্যান্ড। অপরদিকে প্রথম দুটি ম্যাচেই হেরেছে সফরকারীরা।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্যা সরকার, লিটন কুমার দাশ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন