এশিয়ান অনূর্ধ্ব-২১ হকি
জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ
যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা বাংলাদেশ এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে পঞ্চম স্থানে থেকে শেষ করলো। ওমানের মাসকটে চীনকে ৬-৩ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এর আগে গতকাল থাইল্যান্ডকে ৭-২ গোলে পরাজিত করে প্রথমবারের মতো কোনো হকি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ দল।
বুধবার (৪ ডিসেম্বর) পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে চীনের মুখোমুখি হয় বাংলাদেশ দল। এই ম্যাচে জয়ের ফলে পঞ্চম স্থানে থেকেই শেষ করে লাল-সবুজের দল।
জুনিয়র এশিয়া কাপ হকিতে বি গ্রুপে ছিল বাংলাদেশ। যেখানে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারায় দলটি। এরপর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে পরাজিত হয়। তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে। চতুর্থ ম্যাচে চীনের সঙ্গে ১-১ গোলে ড্র হয়। আর পঞ্চম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়ে যুব বিশ্বকাপ খেলার আনন্দ ধরা দেয় বাংলাদেশের জন্য।
আজ চীনের বিপক্ষে পরাজিত হলেও বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিশ্চিত ছিল। পঞ্চম বা ষষ্ঠ হওয়ার লড়াই ছিল এই ম্যাচটি।
এম এইচ//