আইন-বিচার

মিথ্যা মামলা দিলে বিচারের মুখোমুখি করা হবে ; আইজিপি

পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ছবি: সংগৃহীত

বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করা হবে না। এমনটাই জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আইজিপি প্রতারণার ফাঁদে পা না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করা হবে না। নাম থাকলেই গ্রেপ্তার করে ফেলতে হবে এটা কিন্তু আইনে নেই। যুক্তিসংগত কারণ দেখিয়ে অপরাধীকে গ্রেপ্তার করা হবে।

পুলিশ মহাপরিদর্শক বলেন, কোন নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত ঘটনায় অনেক মামলা হয়েছে। এখনো অনেক মামলায় নিরীহ মানুষ রয়েছে। সমাজের কিছু প্রভাবশালী লোক এগুলোকে কেন্দ্র করে বাণিজ্য করছেন। তাদের বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হচ্ছে। তাদের সবার কাছে আহ্বান জানাতে চাই যে ধরনের প্রতারণায় প্রতারিত হবেন না।

দেশবাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেনযারা নিরীহ এবং মনে করছেন কোন ধরনের মামলায় সংম্পৃক্ততা নেই কিন্তু হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে তারা পুলিশের কাছে আসুন। আপনাদের বক্তব্য নিয়ে আমরা এগিয়ে যাব এবং তদন্ত রিপোর্ট বা চার্জ শিট আদালতে প্রদান করব। যিনি নিরীহ তিনি বাদ যাবেন। তাকে গ্রেফতার করার জন্য আমরা তার পেছনে ধাওয়া করব না এবং তাকে কোন ধরনের ডিস্টার্ব করবো না। এটাই হবে আমাদের এখনকার কার্যপদ্ধাতি।

তিনি আরও বলেন, অনেক মামলায় বলা হচ্ছে কেউ একজন মারা গেছেন কিন্তু পরের শোনা যাচ্ছে উনি বেঁচে আছেন।  যদি উনার ভুল বুঝার কারণে উনি হত্যা মামলা দিয়ে থাকেন তাহলে বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগটা আসবে না।  কিন্তু এটা যদি ভুলবশত ভাবে হয়ে থাকে সেক্ষেত্রে মামলাটা শুধু মিসস্টেক অফ ফ্যাক্ট হিসেবে ফাইনাল রিপোর্ট হবে। কিন্তু বাদির বিরুদ্ধে আবার পুনরায় ২১১ ধারায় প্রসিকিউশন হবেনা। কিন্তু উনি যদি ইচ্ছা করে থাকেন তাহলে ২১১ ধারায় তাকে বিচারের মুখোমুখি হতে হবে। 

তিনি আরও বলেন, আদালত যদি কাউকে জামিন দিয়ে থাকেন অথবা খালাস দিয়ে থাকেন তাহলে আদালতের সেই রায়টাই চূড়ান্ত। সেটাকে সম্মান করা উচিত।

 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন