বিএনপি

এবার ভারতীয় শাড়ি পোড়ালেন রিজভী

এবার স্ত্রীর ভারতীয় শাড়ি রাস্তায় ছুঁড়ে ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননার প্রেক্ষিতে এ প্রতিক্রিয়া দেখান তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ চিকিৎসক সমাজের উদ্যোগে আয়োজিত ভারতীয় পণ্য বর্জনকর্মসূচিতে এই কথা বলেছেন তিনি।

কর্মসূচিতে এসে নিজের স্ত্রীর একটি ভারতীয় শাড়ি ছুড়ে ফেলেন তিনি। এরপরে তাতে আগুন দিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।

এ সময়ে তিনি বলেন, এই সেই ইন্ডিয়ান শাড়ি। আমার স্ত্রীর ছিল, সে নিজেই এই শাড়ি দিয়েছে। আজকে সেই শাড়ি আমি আপনাদের সামনে ছুড়ে ফেললাম। ভারত যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে। কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করবো

রুহুল কবির রিজভী বলেন,আমাদের ঐক্য ইস্পাতের মতো কঠিন। এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। আমরা ওদের (ভারত) দেশের স্বাধীনতা ও পতাকাকে সম্মান করবো। যদিও তারা আমাদের পতাকাকে অসম্মান করেছে। কিন্তু, আমরা ওদের পণ্য বর্জন করবো।

ভারতীয়দের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের কিসের এত অহংকার। কেন আপনারা পদাবনত করে রাখতে চান? আপনারা নাকি পেঁয়াজ, আদা না দিলে আমরা খেতে পারবো না। আপনাদের আদা, পেঁয়াজ আমাদের দরকার নেই। আমাদের বান্দরবনে ও পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয়। আমাদের নীলফামারীতে প্রচুর আদা হয়। আমরা আদার চাষ বাড়িয়ে দেবো। আপনাদের ওপর আমরা মুখাপেক্ষী থাকবো, এটা ভাবার কোনও কারণ নেই

বাংলাদেশিদের ভারতীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হবে না এ প্রসঙ্গে বিএনপির শীর্ষ নেতা বলেন, আপনারা কি আমাদের বিনা পয়সায় চিকিৎসা দেন? আপনারা কি বিনা টাকায় এক কাপ চা খাওয়ান? এমন নজির তো আপনাদের নেই। আমাদের দেশের লোক ওখানে গিয়ে ডলার খরচ করে। এখন কলকাতার নিউমার্কেট বন্ধ, দোকান পাট বন্ধ। সেখানে আর কোনও ক্রেতা নেই। আমাদের ডলারে এগুলো কেনা হতো।

পতাকা অবমাননা সম্পর্কে  তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে, ওরা বাংলাদেশের পতাকা পুড়িয়েছেকিন্তু আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করবো না। আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে ছোট করবো না। প্রত্যেক জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা সম্মান করবো। আমরা ওদের (ভারত) মতো ছোটলোকি করবো না

 

রিজভী বলেন, ভারত যা বলবে তাই শুনবে- এমনটা শেখ হাসিনার মত দু-একজন থাকতে পারে। কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে।

প্রসঙ্গত, এর আগে গত ২২ মার্চে নিজের গায়ের চাদর ছুড়ে ফেলে দিয়ে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে সংহতি জানিয়েছিলেন রিজভী।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন