ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে
মতপার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই : প্রধান উপদেষ্টা
আমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই। আমরা একটা পরিবার। আমাদের নানামত, নানা ধর্ম, নানা রীতিনীতি থাকবে কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
শপথ গ্রহণের পর থেকেই শুনেছেন সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে। এরপর তিনি ঢাকেশ্বরী মন্দিরে যান। সেখানেও তিনি বলেছেন, সবাই একই পরিবারের সদস্য।
তিনি বলেন, সব দাবিদাওয়া বাদ দিলেও একটা দাবি পরিষ্কার সকলের সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার। সেটা এসেছে সংবিধান থেকে। তিনি শুনেছেন এখনও সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। তাই সবাইকে নিয়ে তিনি বসেছেন এই পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ করা যায়।
তিনি আরও বলেন, দুর্গাপূজায় নিরাপত্তায় সরকারের নানা উদ্যোগ ছিলো। ফলে এটি পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। এটি দেখে তিনি কিছুটা সন্তুষ্ট হয়েছিলেন যে একটু তো কাজ তিনি করেছেন।
প্রসঙ্গত, বৈঠকে সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ, সত্য তথ্য কীভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা।
আই/এ