পরাজয় দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশের মেয়েরা। অবশ্য বেশ কাছাকাছি যেয়ে হারতে হলো তাদের, সুযোগ ছিল ম্যাচে জয় বের করে নেয়ার। তবে শেষপর্যন্ত ১২ রানের হারকে সঙ্গী করতে হয়েছে স্বাগতিকদের।
আইরিশদের ভালো জবাব দিচ্ছিলেন বাংলাদেশের দুই ওপেনার। দিলারা আক্তার ও সোবহানা মোস্তারী মিলে ১০৩ রানের জুটি গড়েন। ১২তম ওভারের শেষ বলে সোবহানা ফিরে যান ৪৬ রানে। অধিনায়ক নিগার সুলতানা ৪ রানের বেশি করতে পারেননি। নিগার সুলতানার সঙ্গে দিলারা ফিরেছেন অরলা প্রিনডারগাস্টের ওভারে। দিলারার ব্যাটে আসে
দ্রুত এই উইকেট হারানোতে খেই হারিয়ে বসে বাংলাদেশ। শেষ ৬ বলে ১৮ রান প্রয়োজন যখন, সেই ওভারে ৫ রান তুলতে পেরেছে কেবল নারী দল। শারমিন আক্তার ২৩ রানে অপরাজিত ছিলেন।
অরলা প্রিনডারগাস্ট ও আরলেন কেলি দুজনেই ৩ টি করে উইকেট নিয়েছেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে আইরিশ মেয়েরা। এই রানে ভূমিকা ছিল অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়াহ পলের। গ্যাবি ৪২ বলে ৬০ রান করে ফিরেছেন। আর লিয়াহ ৪৫ বলে ৭৯ রান করে অপরাজিত ছিলেন।
এম এইচ//