জাতীয়

যুক্তরাজ্যে সমাবেশে শেখ হাসিনা কীভাবে যুক্ত হবেন,তা জানে ভারত

আগামী ৮ ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে  যুক্তরাজ্যে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ।এ সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন ভারতে আশ্রিত শেখ হাসিনা। তিনি কীভাবে এ সুযোগ পাচ্ছেন এটা ভারত বলতে পারবে বলে জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রনালয়ে  সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, পত্রিকার মাধ্যমে তারা জেনেছেন যুক্তরাজ্যে শেখ হাসিনার রাজনৈতিক মিটিং আছে। এটা কীভাবে আয়োজিত হচ্ছে তার বক্তব্য দেয়ার বিষয় না। শেখ হাসিনা ভারতে আছেন, ভারত সরকার কীভাবে এটা হ্যান্ডেল করছেন; তারা এটা ভালো বলতে পারবেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বাণিজ্য অংশীদার। এ ছাড়া, দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে। দীর্ঘ পাঁচ দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের অধীনে সরকারের সঙ্গে কাজ করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শাসনামলে ঢাকা-ওয়াশিংটনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্য হওয়ার সম্ভাবনা কম বলেও মন্তব্য করেন এ মুখপাত্র।

রফিকুল আলম বলেন,দুই দেশের পাঁচ দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজে অনুমান করা যায়, ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সঙ্গে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেক সময় অপরিবর্তিত থাকে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন