ভারতীয় প্রপাগান্ডার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে : মাহফুজ আলম
ভারতীয় প্রপাগান্ডার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অল্পদিনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতি ভারতে আগে দিতে হবে। এরপর এখানে যত ধরণের নিপীড়নের ঘটনা ঘটেছে, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার তার জায়গা থেকে সর্বোচ্চটুকু করবে।
তিনি বলেন, সম্পর্কের ক্ষেত্রে ভারতের মিডিয়ার ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাদের মিডিয়ার ভূমিকাকে কার্টেইল করতে হবে। এই অপতথ্য দুই দেশের বন্ধুত্বের ক্ষেত্রে হুমকিস্বরূপ।
তিনি আরও বলেন, বাংলাদেশের মিডিয়াকে সত্য তুলে ধরতে হবে। বিদেশিদের সব অপপ্রচার বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি দিয়ে জয় করবে।
তরুণদের দায়িত্ব এখনও শেষ হয়নিউল্লেখ করে উপদেষ্টা বলেন, এই প্রজন্ম ডিজিটাল মিডিয়াতে বিপ্লব ঘটিয়ে ফেলেছে।
মাহফুজ আলম বলেন, কোথাও কেউ নিপীড়িত হলে তার বিপরীতে সরকার গৃহীত ব্যবস্থার কথাও প্রচার করতে হবে। ঠেকায় পড়ে নয়, সহজাত ঐক্য বজায় রাখার কথাই বলেছেন প্রধান উপদেষ্টা।
প্রসঙ্গত,বিদ্যমান পরিস্থিতিতে দেশের ছাত্র সংগঠনের সঙ্গে বৃহৎ পরিসরে প্রধান উপদেষ্টা আবার সংলাপে বসবেন বলেও জানান তরুণ এ উপদেষ্টা।
আই/এ