বিনোদন

‘এই পদ্মা এই মেঘনা’ গানের স্রষ্টা আবু জাফরের চিরবিদায়

গীতিকার, সুরকার, সংগীতশিল্পী আবু জাফর ছবি: সংগৃহীত

এই পদ্মা এই মেঘনা গানের গীতিকার, সুরকার, সংগীতশিল্পী আবু জাফর আর আমাদের মধ্যে নেই। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়সজনিত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

গণমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোকগবেষক সাইমন জাকারিয়া।

কুষ্টিয়া জেলার কুমারখালীর কাঞ্চনপুর গ্রামের গড়ের বাড়িতে জন্ম নেয়া আবু জাফর ছিলেন একাধারে গীতিকার, সুরকার, কবি এবং সংগীতশিল্পী। রাজশাহী ও ঢাকা বেতারের পাশাপাশি টেলিভিশনে নিয়মিত গীতিকার ও সংগীতশিল্পী হিসেবে তার পরিচিতি ছিল। তার কালজয়ী দেশাত্মবোধক ও আধুনিক গানগুলো শ্রোতাদের মনে স্থায়ীভাবে জায়গা করে নেয়।

আবু জাফরের রচিত গানগুলোর মধ্যে এই পদ্মা এই মেঘনা বিশেষভাবে উল্লেখযোগ্য। বিবিসির জরিপে এই গানটি সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় স্থান পেয়েছিল। এ ছাড়া তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম,’ ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে,’ এবং তুমি রাত আমি রাতজাগা পাখি-এর মতো বহু জনপ্রিয় গান তিনি রচনা করেছেন।

সংগীতচর্চার পাশাপাশি তিনি চুয়াডাঙ্গা কলেজ এবং কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো রাত্রি পুরোনো দিন (কাব্যগ্রন্থ), ‘বাজারে দুর্নাম তবু তুমিই সর্বস্ব এবং বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা (অনুবাদ)।

নিজের লেখা ও সুর করা বেশিরভাগ গানেই তিনি কণ্ঠ দিয়েছেন। কখনও কখনও তার সঙ্গে যুগল কণ্ঠ দিয়েছেন প্রাক্তন স্ত্রী, বিশিষ্ট সংগীতশিল্পী ফরিদা পারভীন।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন