অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে ১৬৭ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়ে জয় নিশ্চিত করে লাল-সবুজের যুবারা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী ৬ ওভার পর্যন্ত আস্তেধীরে এগিয়ে যাচ্ছিলো।
কালাম ১৪ বল খেললেও কোন রান নিতে পারেনি, শূন্য রান করেই ফিরেছেন। এর পরের ওভারেই ফিরেছেন জাওয়াদ, ১৭ রানে।
আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ শিহাব জেমস মিলে জুটি গড়ে তোলেন। দলের রান ৮৫ থাকতে শিহাব জেমস ফিরে যান ২৬ রান করে। তবে অধিনায়ক আজিজুল তামিম ছিলেন শেষপর্যন্ত।
আজিজুল তামিম ৩৯ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন। অপরাজিত ছিলেন ৪২ বল খেলে ৬১ রানে। অন্যপ্রান্তে ৫ রানে অপরাজিত ছিলেন রিজান হোসেন।
এর আগে পাকিস্তানের বিপক্ষে দাপুটে বোলিং করেছে বাংলাদেশ। এতে ৩৭ ওভারেই সব উইকেট হারিয়ে বসে পাকিস্তানি যুবারা। ব্যাট হাতে সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করেন ফারহান ইউসুফ।
বাংলাদেশের পক্ষে বল হাতে ইকবাল হোসেন ইমন ২৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। মারুফ মৃধা ২ টি, দেবাশিষ দেবা ও আল ফাহাদ ১ টি করে উইকেট নিয়েছেন।
রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১ টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এম এইচ//