নরসিংদীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২
নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতার সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
শনিবার (০৭ ডিসেম্বর) উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।
নিহতরা হলেন, চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার মানিক মিয়া (৫৫) ও সাবেক নারী ইউপি মেম্বার কল্পনা বেগম (৩২)। তারা দু’জন ভাই-বোন বলে জানা গেছে। এছাড়া তারা উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের অনুসারী।
স্থানীয়দের উদ্ধৃত্তি দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত (পারিবারিক) দ্বন্দ্ব চলছিল উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-অর-রশিদের মধ্যে। একপক্ষ আরেকপক্ষকে পেলেই হামলা চালাতো। পূর্ববিরোধের জেরে সকালে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় যুবলীগ নেতা রুবেলের চাচা মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। সেখানেই হারুনের সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে। নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। একই ইউনিয়নের ভিন্ন আরেক জায়গায় কল্পনা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল জব্বার বলেন, দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ এখনও পৌঁছাতে পারেনি।
এসি//