জাতীয়

সীমান্তে ড্রোন মোতায়েনের খবর মিথ্যা প্রচারণার অংশ : প্রেস উইং

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশএ খবরকে বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার অংশ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ভেরিফাইড পেইজ থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, এটি সম্পূর্ণরূপে একটি অসত্য ও বানোয়াট খবর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, "বাংলাদেশ রুটিন কার্যক্রম বাইরে দেশের কোনো এলাকায় কোনো ড্রোন মোতায়েন করেনি।"

এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার একটি অংশ।

এর আগে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বায়রাকতার টিবি ২ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত বছর ডিসেম্বর তুরস্কের তৈরি ৬ টি বায়রাকতার টিবি টু ড্রোন নিজেদের বহরে যুক্ত করে বাংলাদেশে সেনাবাহিনী।

ছোট্ট এ ড্রোনের ধ্বংস করার ভয়াবহতা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ্বে ভালোভাবে দেখেছে সারা বিশ্বএমনকি আজারবাইজান, আর্মেনিয়া এবং সিরিয়া যুদ্ধেও ব্যবহার হয়েছে তুরস্কের তৈরি এ বায়রাকতার-টিবি-টু ড্রোন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন