বোর্ডার-গাভাস্কার ট্রফি
ট্রাভিস হেডের ভারতপ্রীতিতে অ্যাডিলেইডে উত্তাপ
'সিরিজের দ্বিতীয় টেস্টে ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেলেছেন হেড'
ভারতকে পেলেই জ্বলে ওঠেন ট্রাভিস হেড!
এমন নয় যে ভারতই তার প্রিয় প্রতিপক্ষ। কিন্তু হেডের সাফল্যের হার ভারতের বিপক্ষে বেশ উজ্জ্বল। অন্যভাবে বললে ভারতকে বারবার অন্ধকারে ঠেলে দেয়ার ক্ষেত্রে হেড ভূমিকা রাখেন।
অ্যাডিলেইডে যখন অস্ট্রেলিয়ান ব্যাটাররা একপ্রান্ত ধরে রাখতে হিমশিম খাচ্ছেন, অন্যপ্রান্তে তখন হেডের ব্যাটে ফোয়ারা ছুটছে। ৬৩ বলে ব্যক্তিগত ফিফটি করার পর, রানের গতি আরও বাড়িয়ে তুলেছেন। শতক তুলতে তার খরচ হয়েছে ১১১ বল।
দিবারাত্রি টেস্টেও যেন হেডের পছন্দ। গোলাপি বলে এটি তার তৃতীয় শতক। দিবা-রাত্রি টেস্টে তার চেয়ে বেশি শতক নেই আর কোনো ব্যাটারের। মোহাম্মদ সিরাজের বলে ইনিংস শেষ করেছেন ১৪০ রান করে। এই ইনিংস খেলতে ১৪১ টি বল দরকার হয়েছে হেডের। দেখে মনে হবে ওয়ানডে সংস্করণের ক্রিকেট খেলেছেন। বাউন্ডারি হাঁকিয়েছেন ১৭ টি, ছক্কা ৪ টি।
শেষপর্যন্ত অস্ট্রেলিয়া ৩৩৭ রানে অলআউট হয়েছে।
ভারতকে হেডে প্রিয় প্রতিপক্ষ মনে হওয়ার কারণ বলা যায় এখন। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা স্মরণ করে দেখতে পারেন দর্শকরা। স্মরণ করে দেখতে পারেন সবশেষ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের কথা। এই দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন এই বাঁহাতি অস্ট্রেলিয়ান ব্যাটার। দুই ম্যাচেই পেয়েছেন ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার।
এম এইচ//