খেলাধুলা

আইরিশদের দাপুটে ক্রিকেটে সিরিজ হারলো বাংলাদেশ

ছবি: বিসিবি/ফেসবুক

টি-টোয়েন্টি সিরিজে ফেরার ম্যাচটিতে পরাজয় বরণ করতে হলো বাংলাদেশকে। সিলেটে বাংলাদেশের বিপক্ষে ৪৭ রানে জিতে সিরিজ নিশ্চিত করলো আয়ারল্যান্ড।

টস জিতে ব্যাট করবে বলে সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস। সিদ্ধান্ত কতটা ভালো হলো, তা অবশ্য ফুটে উঠেছে তাদের ব্যাটিংয়ে। আগের ম্যাচের রান তোলার অগ্রগতি এই ম্যাচে দেখা যায়নি। তবে যে রান তোলে পুরো দল, তাই বাংলাদেশের জন্য যথেষ্ট হয়ে পড়ে।

স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে প্রত্যেকে ৪ টি করে ওভার করেছেন। যারমধ্যে নাহিদা আক্তার ২ টি উইকেট নিয়েছেন। জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস, ফাহিমা খাতুন ১ টি করে উইকেট নিয়েছেন।

আইরিশদের পক্ষে ব্যাট হাতে লরা ডেলানি সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন। অরলা প্রেনডারগাস্ট করেছেন ৩২ টি রান। অ্যামি হান্টারের ব্যাটে আসে ২৩ রান।

লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে আইরিশ বোলারদের সামনে অসহায় হয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার মিলে কিছুটা সামাল দেন। তবে দলের ৭০ রান থাকা অবস্থায় ব্যক্তিগত ২০ রানে বিদায় নেন স্বর্ণা।

এরপর একে একে ফিরতে থাকেন বাকি ব্যাটাররাও। শারমিনের ব্যাটে আসে ৩৮ (৪৩) রান। শেষপর্যন্ত ৮৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ টি উইকেট নিয়েছেন অরলা প্রেনডারগাস্ট। আরলেন কেলি ও লরা ডেলনি ২ টি করে উইকেট নিয়েছেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন