ভারতে বাংলাদেশি আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ারের মৃত্যু
বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল মারা গেছেন। ভারতের গোহাটিতে একটি টুর্নামেন্টে তিনি আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন। সেখানেই তার থাকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার (৭ ডিসেম্বর) একটি ম্যাচে তার দায়িত্ব ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে তিনি কোর্টে না আসায়, আয়োজকরা তার হোটেলে যান। বাইরে থেকে ডাকলে কোনো সাড়া না দেয়ায় দরজা ভেঙে ভেতরে যাওয়া হয়। সেখানে তাকে মৃত দেখতে পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন।
আগামীকাল, ৮ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা ছিল। নাজিব ইসমাইলের এমন মৃত্যুতে বাংলাদেশের ব্যাডমিন্টন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে নাজিব ইসমাইলের বয়স হয়েছিল ৫২ বছর। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া নিয়ে কাজ করছে ব্যাডমিন্টন ফেডারেশন।
এম এইচ//