ক্রিকেট

ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারতের যুবারা।  ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতীয় অধিনায়ক মোহাম্মেদ আমান।

রোববার (৮ ডিসেম্বর) দুবাই ইন্টার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১১ টায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ১১ রান সংগ্রহ করেছে টাইগার যুবারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ : জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকী অ্যালেন, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), শিহাব জেমস, ফরিদ হাসান ফয়সাল (উইকেটরক্ষক), দেবাশীষ সরকার দেবা, সামিউন বাসির রাতুল, মারুফ মৃধা, রিজান হোসেন, আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন।

 

ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ : আয়ুশ মহাত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ, মোহাম্মেদ আমান (অধিনায়ক), কেপি কার্তিকেয়া, নিখিল কুমার, হারভানশ সিং (উইকেটরক্ষক), কিরান চোরমালে, হার্দিক রাজ, চেতন শর্মা ও যুধাজিত গুহ।

এ সম্পর্কিত আরও পড়ুন