প্রাণহানি বেড়ে ৩৯
ভেনেজুয়েলায় আরাগুয়া রাজ্যে প্রবল বৃষ্টি থেকে ভূমিধস ও বন্যায় মৃত্যু ও নিখোঁজের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত মারা গেছে ৩৯ জন ও নিখোঁজ রয়েছে আরো ৫৬ জন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য দিয়েছেন।
এর আগে সোমবার (১০ অক্টোবর) প্রতিনিধি দলের সঙ্গে লাস তেজেরিয়াস শহরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মাদুরো। তখন সাংবাদিকদের বলেন, নিরবচ্ছিন্ন অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মাদুরো জানান, লাস তেজেরিয়াস নতুন করে গড়ে তোলা হবে। লাস তেজেরিয়াস ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠবে। লাস তেজেরিয়াসের মানুষ একা নয়।
মাদুরো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়ে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
উল্লেখ্য, লা নিনা আবহাওয়ার কারণে ভেনেজুয়েলার কিছু অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। টানা বর্ষণ ও দুর্যোগে গত দুই সপ্তাহে দেশটিতে ৪২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া লাস তেজেরিয়াস শহরের ৪০০টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ও একই পরিমাণ বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনন্যা চৈতী