খেলাধুলা

পরের দুই ম্যাচে ভালো সুযোগ দেখছেন মিরাজ

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে অবশ্য ব্যাটিং খারাপ করেনি লাল-সবুজের দল। তিন ফিফটিতে ২৯৪ রান সংগ্রহ করে তারা। তবে এই রান ধোপে টেকেনি উইন্ডিজ ব্যাটারদের সামনে। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মেহেদী হাসান বলেন, আমরা অনেক কিছু থেকেই শিখব। আমরা কিছু ভুলও করেছি। পরের ম্যাচে কীভাবে ভালো করা যায় সেদিকে মনোযোগী হবো। এখনো দুটি ম্যাচ বাকি, তাই আমার মনে হয় ভালো সুযোগ আছে।

নিজেদের ব্যাটিং নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘(স্কোর নিয়ে) হ্যাঁ, আমরা সন্তুষ্ট। এমন পিচে ২৯৪ খুব ভালো স্কোর। হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব দিতেই হবে। তারা জুটি গড়েছে। বোলারদের জন্য দিনটা কঠিন ছিল।‘

বোলিংয়ে বাংলাদেশ ভালো শুরু করলেও, মাঝের ওভারগুলো কাজে লাগাতে পারেননি- সে কথাও স্বীকার করেছেন মিরাজ।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন