বিসিসিআইতে জয় শাহ’র চেয়ারে দেবজিৎ সাইকিয়া
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই) ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন দেবজিৎ সাইকিয়া। বোর্ড সভাপতি রজার বিনি কর্তৃক এই নিয়োগ পরিচালিত হয়েছে।
জয় শাহ সম্প্রতি আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।
আসামের নাগরিক সাইকিয়া সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার। তিনি এখন বিসিসিআই এর যুগ্ম সচিবের পদে আছেন।
ভারতীয় বোর্ডের নিয়ম অনুসারে নতুন সচিব দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত সাইকিয়াকে দায়িত্বে এনেছেন রজার বিনি।
আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত সাইকিয়া এই দায়িত্বে থাকবেন বলে মনে করা হচ্ছে। এর আগ পর্যন্ত নতুন কোনো সচিব দায়িত্বে আসার সম্ভাবনা নেই বললেই চলে।
এম এইচ//