বাংলাদেশে এসেছে চ্যাম্পিয়নস ট্রফি, ঘুরবে যেখানে যেখানে
চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফর শুরু হয়েছে আজ সোমবার (৯ ডিসেম্বর) থেকে। ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফিটি বাংলাদেশেই বিভিন্ন জায়গায় ঘুরবে।
আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) চ্যাম্পিয়নস ট্রফি জনসমক্ষে দেখা যাবে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। এদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সৈকতের লাবণী পয়েন্টে (সীমান্ত সম্মেলনকেন্দ্র ঊর্মির সামনে) প্রদর্শন করা হবে ট্রফিটি।
সেখানে রাখার পর ট্রফি চলে আসবে ঢাকায়। বাংলাদেশের রাজধানীতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
পরদিন অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদমাধ্যমের জন্য বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি উন্মুক্ত থাকবে। এই প্রদর্শনী পরই ট্রফি ঢাকা ছেড়ে যাবে।