আসাদ সরকারের পতন, বাড়লো তেলের দাম
বিদ্রোহীদের সঙ্গে এক দশকের লড়াইয়ের পর সিরিয়ায় আসাদ সরকারের পতন হয়েছে। এর ফলে মধ্যেপ্রাচ্যে তৈরি হয়েছে নতুন করে অস্থিরতা। এরই মধ্যে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।
সোমবার (০৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, পরে সরবরাহ করা হবে, এমন ব্রেন্ট ধরনের অপরিশোধিত তেলের দাম ৩৬ সেন্ট বা শূন্য দশমিক ৫১ শতাংশ বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭১ ডলার ৪৮ সেন্ট।
অন্যদিকে, বিশ্ববাজারের আরেকটি প্রধান ব্র্যান্ড যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৩৮ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। এই ধরনের তেলের দাম উঠেছে ৬৭ ডলার ৫৮ সেন্টে।
রয়টার্স জানায়, বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক কোম্পানি সৌদি আরামকো এশিয়ার ক্রেতাদের জন্য আগামী মাসে সরবরাহ করা হবে, এমন তেলের দাম কমিয়েছে। এর মূল কারণ, বিশ্বের বৃহত্তম আমদানিকারক দেশ চীনে তেলের চাহিদা অনেকটাই কমে যাওয়ায়, এ সিদ্ধান্ত নিয়েছে আরামকো।২০২১ সালের শুরুর দিকের পর তেলের দাম এতটা আর কখনোই কমানো হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বৃহস্পতিবার ওপেক প্লাস সিদ্ধান্ত নিয়েছে যে তেলের উৎপাদন বাড়ানোর যে পরিকল্পনা করা হয়েছিল, তা আরও তিন মাসের জন্য পিছিয়ে দেওয়া হবে। অর্থাৎ আগামী এপ্রিলের আগে তেলের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা ওপেক প্লাসের নেই।
প্রসঙ্গত, বিশ্বে তেল রপ্তানিকারক দেশ ও তাদের সহযোগিদের দেশগুলোর সংগঠন ওপেক প্লাস নামে পরিচিত।
আই/এ