মাদকদ্রব্যসহ এক নারী গ্রেপ্তার
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত নারীর নাম তাছলিমা (৪৩)।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শ্যামপুর এলাকায় অভিযান চালায় র্যাব-৩ এর একটি দল। সেসময় মাদক সম্রাজ্ঞী বলে পরিচিত তাছলিমাকে এক কেজি ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগে থেকেই মামলা ছিল।
তিনি আরও জানান, তাছলিমা তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে হেরোইন, ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য নিজের কাছে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের কাছে তা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উম্মে রুম্মান