বিনোদন

বিশ্বজুড়ে ৪ দিনে ‘পুষ্পা ২’ আয় ৮০০ কোটি

ছবি: সংগৃহীত

সুকুমার পরিচালিত মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমা পুষ্পা ২: দ্য রুল বক্স অফিসের পুরনো সব রেকর্ড ভেঙে ফেলেছে। ছবিটি এখন পর্যন্ত আয়ের দিক থেকে 'আরআরআর', 'বাহুবলী', 'কেজিএফ' এর মতো ফ্র্যাঞ্চাইজিকেও টপকে শীর্ষে অবস্থান করছে। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই ভারতের বাজারে এর আয় ছাড়িয়েছে প্রায় ৫০০ কোটি রুপি। এছাড়া বিশ্বব্যাপী আয় করেছে ৮০০ কোটি । 

 

স্যাকনিল্ক ডটকমের তথ্য অনুযায়ী, গেলো ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ারে মাত্র ১০.৬৫ কোটি রুপি দিয়ে শুরু হয় ছবিটির জয়যাত্রা। এরপর প্রথম দিন ১৬৪.২৫ কোটি, দ্বিতীয় দিন ৯৩.৮ কোটি এবং তৃতীয় দিনে ১১৯.২৫ কোটি রুপি আয় করে। চতুর্থ দিনে দেশীয় বাজারে সংগ্রহ হয় আরও ১৪১.৫০ কোটি। এতে সপ্তাহের প্রথম ৪ দিনে ভারতের বক্স অফিসে ছবিটির আয় দাঁড়ায় ৫২৯.৫০ কোটি রুপি।

বিশ্বব্যাপী সাফল্যের কথা বললে, মাত্র তিন দিনেই পুষ্পা ২ ৬০০ কোটি রুপি আয় করে দ্রুততম ভারতীয় সিনেমার রেকর্ড গড়ে। এছাড়াও এটি একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি রুপির বেশি আয় করা প্রথম চলচ্চিত্র।

এই ছবিতে প্রধান চরিত্রে আছেন আল্লু অর্জুন, যাঁর দুর্দান্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তার সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফজিল, এবং আরও অনেক শক্তিশালী অভিনেতা।

করোনা মহামারির পর ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পা: দ্য রাইজ ভারতীয় সিনেমার জন্য নতুন আশা জন্ম দেয়। এই ছবির মাধ্যমে বক্স অফিস প্রাণ ফিরে পেয়েছিলো। সেই ধারাবাহিকতায় এর সিকুয়েল পুষ্পা ২: দ্য রুল এখন গোটা বিশ্ব মাতিয়ে তুলেছে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন