মাধ্যমিক স্কুলে ভর্তির ডিজিটাল লটারির তারিখ জানালো মাউশি
সারাদেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত), প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারি আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০ টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি এ বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সিদ্ধান্ত আলোকে কেন্দ্রীয় ডিজিটাল লটারি প্রক্রিয়ার সাথে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহের প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে সরকারি ও বেসরকারি ( মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠান আগামী ১৭/১২/২৪ খ্রি। মঙ্গলবার সকাল ১০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট,১/ক সেগুনবাগিচা, ঢাকা-১০০০ এ অনুষ্ঠিত হবে’।
এর আগে গেলো ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইন আবেদনের সময় নির্ধারিত ছিলো। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করবে। ভর্তির আবেদন ফি এবার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জেডএস/