খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ ট্যুরের উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

ছবি: আসিফ মাহমুদ/ফেসবুক

চ্যাম্পিয়নস ট্রফির ট্যুর চলছে বিশ্বজুড়ে। এখন এই ট্রফি আছে বাংলাদেশে। গতকাল (৯ ডিসেম্বর) বাংলাদেশে আসে চ্যাম্পিয়নস ট্রফি। আজ, মঙ্গলবার এই ট্রফি ট্যুরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বাংলাদেশে ১৩ ডিসেম্বর পর্যন্ত থাকবে এই ট্রফি। বুধবার (১১ ডিসেম্বর) কক্সবাজারে প্রদর্শনী হবে চ্যাম্পিয়নস ট্রফির। লাবনী পয়েন্টে সৈকতের সীমান্ত সম্মেলন কেন্দ্রের সামনে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দর্শক-সমর্থক-ভক্তরা এই ট্রফি দেখতে পারবেন।

আগামী ১২ ডিসেম্বর ঢাকায় দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফি। এদিন রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি দেখার সুযোগ থাকবে। এরপর ১৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় নারী ও পুরুষ দলের খেলোয়াড়, সাবেক ক্রিকেটার, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, ক্রিকেট সংগঠক ও সাংবাদিকদের জন্য ট্রফি প্রদর্শন হবে।

পাকিস্তানের আয়োজনে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন