আওয়ামী লীগের পক্ষে লেখা সাংবাদিকদের কলম ভেঙে দিতে হবে : হাসনাত
আমাদের খুঁজে বের করতে হবে কারা খুনিদের ক্যান্টমেন্টে আশ্রয় দিয়েছে। কারা পুলিশ ভাইদের, বিজিবিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে গুলির নির্দেশ দিয়েছে। সেই সাংবাদিকদের কলম ভেঙে দিতে হবে— যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে লিখে গেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে ‘মায়ের ডাক’আয়োজিত গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, দেশের প্রতিটি জায়গা থেকে ফ্যাসিজমকে বিতাড়িত করতে হবে। ৭১ কে পুঁজি করে একে আওয়ামী লীগকরণ করেছে, যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, তাদের খুঁজে বের করতে হবে। তাদেরও ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, শহীদের রক্ত শুকানোর আগে অনেক মুরব্বি আওয়ামী লীগকে ক্ষমার কথা বলছেন, নির্বাচনে আনার কথা বলছেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আগে তাদের পুনর্বাসনের চেষ্টা করলে, সেটি শহীদের রক্তের সঙ্গে বেইমানী করা হবে।
মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, আওয়ামী লীগের শাসনামলে জুলুমের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা এখানে জড়ো হয়েছেন। এখান থেকে তারা পিলখানা হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, জুলাই গণহত্যা, শাপলা চত্বরে গণহত্যা, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।
আই/এ