জাতীয় লিগ টি-টোয়েন্টি
জিসানের পর আরিফুলের তাণ্ডবে ঢাকার জয়
জাতীয় লিগ টি-টোয়েন্টি’র প্রথম ম্যাচে চার-ছক্কার ঝড় বয়ে গেছে। সিলেট বিভাগের করা ২০৫ রানের সংগ্রহে ম্যাচ অবশ্য জিতেছে ঢাকা বিভাগ। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ঢাকাকে জয় এনে দেন শুভাগত হোম।
ঢাকা-সিলেট ম্যাচের প্রথম ইনিংসে ১০ ছক্কায় ৫২ বলে সেঞ্চুরি করেছেন জিসান আলম। সিলেটের পক্ষে এমন এক ইনিংস খেলার ফলে দলের রান গিয়ে ঠেকেছে ২০৫ এ। নির্ধারিত ২০ ওভারে কেবল ৪ উইকেট হারিয়েছিল তারা।
এই রান তাড়া করতে যা করার তাই করেছে ঢাকা। জিসানের মতোই এক ইনিংস খেলেছেন আরিফুল ইসলাম। সেঞ্চুরি না পেলেও ৪৬ বলে ৯৪ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার। আর তাতেই জয়ের ভিত শক্ত হয়েছে সিলেট বিভাগের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বড় রানের বিপরীতে দলীয় ২ রানের মাথায় অধিনায়ক সাইফ হাসানের উইকেট পতন ঘটে। আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী ১৭ রানে বিদায় নেন।
তবে সব লুকিয়ে ছিল আরিফুলের ইনিংসে। তার ৯৪ রানের এই ইনিংসে ৬ টি চার ও ৮ টি ছয়ের মার ছিল। শেষ বলে যখন ঢাকার প্রয়োজন ছিল ৫ রান, তখন তোফায়েল আহমেদের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছেন শুভাগত।
এম এইচ//