সাত মাস পর ফিরে তামিমের সম্বল ১৩ রান
তামিম ইকবাল মাঠে নামলেন ৭ মাস পর। লম্বা এই বিরতির মাঝে প্রথম ম্যাচটি তিনি খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে, দ্বিতীয় ম্যাচটি আজ এনসিএল টি-টোয়েন্টিতে। সেদিন ২৫ বলে ২২ রান করে আউট হন তামিম। আজ ১০ বল খেলে ১৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেছেন।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম। মাহমুদুল হাসান ও তামিম দুজনে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন। প্রথম ওভারে স্ট্রাইকপ্রান্তে ছিলেন মাহমুদুল। তিনি প্রথম ওভারের পুরোটা খেলেছেন।
পরের ওভারে মুকিদুলের প্রথম বলে সিঙ্গেল নেন তামিম। তামিমের ইনিংসে একটি চার ও একটি ছয়ের মার ছিল। ছক্কা মারা এনামুলের ওভারেই ফিরেছেন তামিম। ওভারের শেষ বলটিতে লেগ সাইডে খেলতে গেলে বোল্ড হয়ে ফিরতে হয় এই ওপেনারকে।
সবশেষ গত বছরের সেপ্টেম্বর মাসে জাতীয় দলের হয়ে খেলেছেন তামিম। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ বলে ৪৪ রান করে আউট হন তিনি।
এম এইচ//