'ধন্যবাদ তামিম ইকবাল, প্রজন্মের অনুপ্রেরণাদাতা'
বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আন্তর্জাতিক অঙ্গনে তার ক্রিকেটীয় অধ্যায় শেষ হয়েছে। সতীর্থ, ভক্তসহ অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন এই ক্রিকেটারকে। ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অন্যতম তারকা তিনি, এতে কোনো দ্বিতীয় বাক্য নেই। ফেসবুকে দেয়া এক পোস্টে তামিমকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১১ জানুয়ারি) তামিমকে নিয়ে বিসিবি জানায়, ‘আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে চমৎকার ব্যাটসম্যানের অবসর ঘোষণায় অসাধারণ এক অধ্যায় শেষ হলো।‘
‘আইকনিক সব সেঞ্চুরি থেকে অগণিত স্মরণীয় সব স্মৃতি, তোমার লেগাসি জ্বলজ্বল করবে ক্রিকেট ভক্তদের হৃদয়ে। আমাদের বিশ্বাস করানোর জন্য ধন্যবাদ; কীভাবে লড়াই করতে হয়, অবিশ্বাস্য জিনিসগুলো পেরিয়ে আসা যায়, আমাদের স্বপ্নগুলো ধরে রাখতে অনুপ্রেরণা দেয়ার জন্য, আশা জোগানো এবং আমাদের আবারও স্বপ্ন দেখানোর জন্য!’
এই লেখার পাশাপাশি তামিমকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে বিসিবি। যে ছবিতে লেখা রয়েছে, 'Thank You Tamim Iqbal for Inspiring Generations. End of an Era.'
শুক্রবার (১০ জানুয়ারি) ফেসবুকে দেয়া এক পোস্টে তামিম জানান, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না। এই ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার দেশের ক্রিকেটে যাত্রা শেষ হলো।
এম এইচ//