দেশজুড়ে

হেলমেট বাহিনীর যুগ শেষ : ডিএমপি কমিশনার

বিগত দিনগুলোতে হেলমেটবাহিনীর সঙ্গে মিলে পুলিশ হামলা করেছে, সেই যুগের অবসান ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন

জুলাই আগস্টের ঘটনায় ক্ষমা প্রার্থনা করে ডিএমপি কমিশনার বলেন, ঢাকাবাসীর কাছে তিনি জুলাই-আগস্টের ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী। সহকর্মীদের সঙ্গে নিয়ে আগামীতে ঢাকাবাসীর সেবা করে যাবেন বলেও তিনি প্রতিশ্রিতি দেন,

তিনি বলেন, অন্যায়ভাবে হামলা-মামলা দেয়া পুলিশের কাজ না। যারা অন্যায়ভাবে হামলা মামলা করেছে সবাইকে বিচারের আওতায় আনা হবে।

বিজয় দিবস ও বড় দিনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, এ দিন দুটি ঘিরে বিভিন্ন জায়গায় মানুষের জমায়েত হবেপুলিশের পক্ষ থেকে নিরাপত্তার কোনো ঘাটতি নেই।এদিনগুলো মানুষ নিরাপদে উদযাপন করতে পারবেন বলে জানান ডিএমপি প্রধান।

পরে ক্র্যাব সদস্যদের সন্তানদের মধ্যে ডিএমপি কমিশনারের নিজস্ব তহবিল থেকে ত্রিশ হাজার টাকা শিক্ষাবৃত্তি ও সদস্যদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেন তিনি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন