ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৩২২ রান সংগ্রহ করেছিলো বাংলাদেশ। তবে সেই লক্ষ্য তাড়া করে অনায়াসে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা।   সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো টাইগাররা।  

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসে কিন্তু আমির জঙ্গুর শতক ও ক্যাসি কার্টির ৯৫ রানের ইনিংসে ২৫ বল হাতে রেখেই ৪ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা।

 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ৩২১/৫

 

(মাহমুদউল্লাহ ৮৪*, মিরাজ ৭৭, সৌম্য ৭৩, জাকের ৬২*; জোসেফ ২/৪৩, রাদারফোর্ড ১/৩৭, মোতি ১/৬৪)।

 

ওয়েস্ট ইন্ডিজ: ৪৫.৫ ওভারে ৩২৫/৬

 

(জাঙ্গু ১০৪*, কার্টি ৯৫, মোতি ৪৪*, রাদারফোর্ড ৩০; রিশাদ ২/৬৯, তাসকিন ১/৪৯, হাসান ১/৫২, নাসুম ১/৫৬)।

 

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।

 

ম্যান অব দ্য ম্যাচ: আমির জাঙ্গু।

 

ম্যান অব দ্য সিরিজ: শেরফান রাদারফোর্ড।

 

 

সিরিজ: ৩ ম্যাচের সিরিজের ওয়েস্ট ইন্ডিজ ৩০ ব্যবধানে জয়ী।

এ সম্পর্কিত আরও পড়ুন