কোথায় ছিল সমস্যা, জানালেন অধিনায়ক মিরাজ
বাংলাদেশ যখন ৩২১ রান দাঁড় করিয়েছে, তখন আত্মবিশ্বাসটা উঁচুতেই থাকার কথা। কিন্তু সিরিজের শেষ ম্যাচটিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজয় মেনে নিতে হয়েছে।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তো হতাশ হবেনই, পুরো বাংলাদেশ নিশ্চয়ই তিন ম্যাচের তিনটি হেরে আরও বেশি হতাশ। অথচ এর আগে উইন্ডিজদের বিপক্ষে টানা জয়ের রেকর্ড ছিল টাইগারদের।
ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেন, 'আমরা বোলিংয়ে আরও ভালো করতে পারতাম এবং মাঝের ওভারগুলোয় আমরা উইকেট নিতে পারিনি, এটাই ছিল আমাদের জন্য সমস্যা।'
মাঝের ওভারগুলোতে উইকেট না নেয়ার সমস্যা উল্লেখ করে পুরো সিরিজেই আলাপ করেছেন মিরাজ। গতকালের ম্যাচে কেসি কার্টি ও আমির জাঙ্গুর ব্যাটিং বড় ভূমিকা রেখেছে জয়ের ক্ষেত্রে। কার্টি ৯৫, জাঙ্গু করেন ১০৪ রান। অন্যদিকে গুদাকেশ মোতির ব্যাটেও অপরাজিত ৪৪ রানের ইনিংস আসে।
বাংলাদেশের কাছে আর ম্যাচ ছিল না। অথচ ৮৬ রানেই ক্যারিবিয়ানদের ৪ উইকেট নিয়েছিল মিরাজরা।
বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটে রান করেছেন। মাহমুদউল্লাহর ৬৩ বলে ৮৪ রানের ইনিংসের প্রশংসা করেছেন মিরাজ।
মিরাজ বলেন, ‘‘তিনি খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি পেয়েছেন, যেগুলো আমাদের দলের জন্য ভালো মুহূর্ত। আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখি।’
এম এইচ//